এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী জুন-জুলাইতে মার্কিন যুক্তরাষ্ট্রে গড়াতে চলেছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। আসরে চ্যাম্পিয়ন দলটি পাবে ১২৫ মিলিয়ন ডলার বা ১ হাজার ৫২০ কোটি টাকা। বুধবার এ তথ্য জানিয়েছে ফিফা।
চলতি মাসের শুরুতে আসন্ন আসরের জন্য মোট ১ বিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল ফিফা। এবার জানাল সর্বোচ্চ পুরস্কারের কথা। তাছাড়া ক্লাব বিশ্বকাপ থেকে আয় হওয়া কোনো তহবিল রাখবে না ফিফা। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভাগ করে দেয়া হবে।
;
বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘ফিফা এই টুর্নামেন্টের জন্য কোনো তহবিল ধরে রাখবে না, কারণ সমস্ত রাজস্ব ক্লাব ফুটবলে বিতরণ করা হবে, এবং ফিফা তাদের রিজার্ভও স্পর্শ করবে না, যা ২১১টি ফিফা সদস্য সংস্থার মাধ্যমে বিশ্ব ফুটবল উন্নয়নের জন্য সংরক্ষিত।’
মোট ১ বিলিয়ন ডলারের প্রায় অর্ধেক ৩২টি ক্লাবের মধ্যে ভাগ করা হবে, ক্লাব প্রতি পরিমাণ ক্রীড়া এবং বাণিজ্যিক মানদণ্ডের উপর ভিত্তি করে নির্ধারিত হবে, যার মানে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে ফিফা দ্বারা তৈরি একটি মডেল অনুসারে ছোট ক্লাবগুলোর তুলনায় বেশি শতাংশ পাবে।
আরও ৪৭৫ মিলিয়ন ডলার পারফরম্যান্স-সম্পর্কিত ভিত্তিতে পুরস্কৃত করা হবে, যার মানে সম্ভাব্য সাতটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি জয়ী দল বেশি নগদ অর্থ পাবে, যেখানে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলারের আর্থিক পুরস্কার জেতার সুযোগ আছে চ্যাম্পিয়ন ক্লাবের।