জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও মডেল কিম কার্দাশিয়ানকে ১২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে কিম কার্দাশিয়ানকে জরিমানা করার ব্যাপারটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
জানা গেছে, ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে গত বছর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন কিম কার্দাশিয়ান। এজন্য ইম্যাক্স টোকেনের কাছ থেকে আড়াই লাখ ডলারও নিয়েছিলেন তিনি। কিন্তু, অর্থের বিনিময়ে পোস্ট দিলেও ইনস্টাগ্রামে বিষয়টি উল্লেখ করেননি কার্দাশিয়ান। আর এতেই আইনভঙ্গ হওয়ায় কার্দাশিয়ানকে ১২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
কার্দাশিয়ানের জরিমানা ঘোষণা করে দেয়া ওই বিবৃতিতে এসইসি চেয়ারম্যান গ্যারি গেনসলার বলেন, কার্দাশিয়ানের কেসটি তারকা এবং অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করবে।
এদিকে জরিমানার মাধ্যমে অভিযোগের সমাধান হওয়ায় কিম কার্দাশিয়ানও খুশি হয়েছেন বলে জানিয়েছেন ,কিমের আইনজীবী।
/এসএইচ