আড়াই দশকের বেশী সময় ধরে সিনেমায়, এরমধ্যে প্রায় দেড় দশক ধরে ঢাকাই সিনেমায় একাই রাজত্ব করে চলেছেন। নানা সময়ে তার কর্মকাণ্ড বিতর্ক তৈরী করেছে। ব্যক্তিগত কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে তারকা খ্যাতি। তবু চলচ্চিত্র প্রেমী ও নিজ ভক্তদের কাছে ভাটা পড়েনি ঢালিউডের এই শীর্ষ তারকার জনপ্রিয়তা।
বলছি বাংলা ছবির অঘোষিত ‘রাজকুমার’ শাকিব খানের কথা! ২৮ মার্চ দেশের সবচেয়ে বড় এই তারকার জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সিনেপ্রেমী ভক্ত থেকে শোবিজ অঙ্গনের তারকারা। অথচ শুরুতে তার ক্যারিয়ার ছিলো অন্য অনেকের মতোই সাদামাটা।
;
নানা ঘাত প্রতিঘাতে থমকে যান নি তিনি। করে গেছেন একের পর এক চলচ্চিত্র। তার সুফলও পেয়েছেন ‘কিং খান’ হিসেবে খ্যাত এই নায়ক। দর্শকের অভাবে যখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের সিনেমা হল, তখনও তার ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ দর্শক। এখনো কোটি কোটি টাকা নিয়ে তার জন্য বাজি ধরতে রাজি ইন্ডাস্ট্রির যে কোনো প্রযোজক!
সাম্প্রতিক তার চাহিদা বেড়েছে কয়েক গুণ। বিশেষত ‘প্রিয়তমা’ সিনেমার গ্লোবাল সাফল্যের পর সব সমীকরণ বদলে দিয়েছেন এই নায়ক। সব শ্রেণির দর্শকের কাছে বেড়েছে তার গ্রহণযোগ্যতা। সিঙ্গেল স্ক্রিন থেকে শাকিব এখন মাল্টিপ্লেক্সেও চাহিদার শীর্ষে। তার অভিনীত ছবি দেখতে দেশ-বিদেশের সিনেপ্লেক্সগুলোতেও হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক।
১৯৯৯ সালে মুক্তি পায় শাকিব অভিনীত প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবির পর গত ২৫ বছরে বিভিন্ন জনরার ছবিতে দেখা গেছে তাকে। একই ধরনের চলচ্চিত্রে উপস্থিতির কারণে নিজ দর্শক ভক্তদের কাছ থেকেও শুনতে হয়েছে সমালোচনা। তবে ক্যারিয়ারে সবচেয়ে ইতিবাচক সাড়া পান গেল দশকের মাঝামাঝি সময়ে এসে।
২০১৬ সালের বিভিন্ন সময়ে মুক্তি পায় তার অভিনীত দ্য মেন্টাল, সম্রাট-এর মতো সিনেমা। ছবির কাহিনী, পরিবেশনা পুরনো ধাঁচের হলেও দর্শকের কাছে কিছুটা ভিন্ন চেহারায় ধরা দেন শাকিব। প্রশংসিত হন তিনি। একই বছরে মুক্তি পায় কলকাতার নির্মাতা জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় শাকিবের ‘শিকারি’। চমকে উঠেন দর্শক। শাকিবের এই ভিন্ন উপস্থাপন এরআগে দেখেননি তারা! ‘শিকারি’ ই মূলত প্রথমবার শাকিবকে তার চেনা গণ্ডির বাইরে নিয়ে আসে। তুমুল প্রশংসার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বক্স অফিসেও ব্যাপক সাড়া পড়ে ছবিটি।
এরপরের বছর হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবির মধ্য দিয়ে শাকিব আবার চমকে দেন চলচ্চিত্রপ্রেমীদের। তার অসাধারণ অভিনয় প্রশংসিত হয় সব মহলে। সাধারণত দেশি সিনেমায় শাকিবের চিত্রনাট্য বাছাইয়ে যে একগুয়েমিতার অভিযোগ ছিলো, সত্তার মধ্য দিয়ে তার সমুচিন জবাব দেন এই নায়ক। দুর্দান্ত অভিনয়ের জন্য মধ্যবিত্ত দর্শকের জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি এই ছবির জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তবে শাকিবের ক্যারিয়ারে সবচেয়ে টার্নিং পয়েন্ট যোগ করে ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটির মধ্য দিয়ে অভিনেতা শাকিবের নব জন্মের কথাও বলেন কেউ কেউ! ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটি আট থেকে আশি, সব বয়সী দর্শক পছন্দ করেন। দেশের বক্স অফিস তো বটেই, বিদেশেও প্রথমবার শাকিবের সিনেমা দেখতে তৈরী হয় দর্শক উন্মাদনা। যা শাকিব অভিনীত কোনো সিনেমার ক্ষেত্রে বিরল!
‘প্রিয়তমা’র প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে ছবিটির আয় নিয়ে যে তথ্য গণমাধ্যমের সাথে শেয়ার করা হয়, সেটাও শুধু বাংলাদেশি সিনেমা নয়, বাংলা সিনেমার ক্ষেত্রেই বেশ ইতিহাস সৃষ্টিকারী। এর পরের বছর একই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজকুমার’ নির্মাণ করে।
‘রাজকুমার’ ছবিটি নিয়েও ছিলো দর্শকের তুমুল আগ্রহ। তবে ‘প্রিয়তমা’র জনপ্রিয়তাকে স্পর্শ করা সম্ভব হয়নি। সিনেমাটি ব্যবসায়িক সফলতা পেলেও ‘প্রিয়তমা’র মতো দর্শক উন্মাদনা করতে পারেনি, তবে এই সিনেমার চিত্রনাট্যে শাকিবের অভিনয় করার বিষয়টি ফিল্ম ক্রিটিকরা বেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন। ‘রাজকুমার’-এর মতো পুরোপুরি কমার্শিয়াল সিনেমায় সামাজিক ও ধর্মীয় কুসংস্কারকে নির্মাতা যেভাবে ডিল করেছেন; সেটিরও প্রশংসা করেছেন অনেকে। আর এমন সিনেমায় শাকিবের অন্তর্ভুক্তিকেও সাধুবাদ জানিয়েছেন।
‘রাজকুমার’ ছবিটি আগের ছবি ‘প্রিয়তমা’-কে টেক্কা দিতে না পারলেও ২০২৪ সালে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘তুফান’ দিয়ে ঠিকই টেক্কা দেন শাকিব। নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় অন্যরকম চরিত্রে এবার আবির্ভূত হন এই তারকা। পুরো অ্যাকশন ধাঁচের এই সিনেমা শাকিবের ক্যারিয়ারে তো বটেই, বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম অ্যাকশন ছবির তালিকায় নাম লিপিবদ্ধ করে ফেলেছে।
‘তুফান’ দেখতেও দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি ভিনদেশি প্রেক্ষাগৃহগুলোতে বাঙালি দর্শক হুমড়ি খেয়ে পড়েন। বড় আয়োজনের এই ছবিটি সপ্তাহের পর সপ্তাহ হাউজফুল দর্শক পাচ্ছিলো। হয়তো আরো মাস দুয়েক প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারতো। কিন্তু গেল বছর জুলাই আন্দোলন এবং রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে সেটা হয়নি। পরে ওটিটি প্লাটফর্ম চরকিতে অবশ্য ‘তুফান’ বেশ সাড়া ফেলে। ছবিটির একেকটি গান তো বছর ঘুরেও মানুষের মুখে মুখে!
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বিগ বাজেটের এই ছবিটির লুক, টিজার এবং গান দেখে দর্শকরা বলছেন- সাম্প্রতিক সুপারহিট হওয়া ‘প্রিয়তমা’ ও ‘তুফান’-কেও ছাপিয়ে যেতে পারে ‘বরবাদ’। এই ছবিটি হতে পারে বাংলায় অ্যাকশন ঘরানার সিনেমাগুলোর অন্যতম রেফারেন্স!
শাকিবের জন্মদিনে আসতে চলেছে ‘বরবাদ’-এর একটি লুক এবং ‘চাঁদ মামা’ শিরোনামের আইটেম গানটি।