ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ, জয়সওয়াল শীর্ষ পাঁচে | চ্যানেল আই অনলাইন

ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ, জয়সওয়াল শীর্ষ পাঁচে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওভাল টেস্টের শেষ দিনে দুর্দান্ত পারফর্ম করে ভারতের ৬ রানের জয়ে অনন্য অবদান রেখেছেন মোহাম্মদ সিরাজ। তাতে বাঁচিয়ে নেন অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজও। আলো ছাড়িয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছেন ভারত পেসার। ব্যাট হাতে শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন যশ্বী জয়সওয়াল। সিরিজজুড়ে ভালো করেছেন। তাতে জায়গা করে নিয়েছেন টেস্ট ব্যাটারদের শীর্ষ পাঁচে।

বুধবার র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সিরাজ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৫তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৬৭৪, এটিও ক্যারিয়ারসেরা। জয়সওয়াল তিন ধাপ এগিয়ে ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের পাঁচে।

ওভাল টেস্টে ৯ উইকেট নেন সিরাজ। ইংলিশদের হারানোর পর তার পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখেছেন প্রসিধ কৃষ্ণা, নেন ৮ উইকেট। এই পেসারও ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিয়ে পৌঁছেছেন। ৩৬৮ পয়েন্ট নিয়ে ২৫ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে পৌঁছেছেন জয়সওয়াল।

ওভাল টেস্টে হারলেও ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাংও ভালো করেছেন। ৮টি করে উইকেট নিয়েছেন দুজনেই। ২ ধাপ এগিয়ে ৭৬৬ পয়েন্ট নিয়ে উঠেছেন ১০ নম্বরে। জশ টাং ১৪ ধাপ এগিয়ে পৌঁছেছেন তার ক্যারিয়ারসেরা অবস্থান ৪৬ নম্বরে।

ওভাল টেস্টে সেঞ্চুরি করা জো রুট ও হ্যারি ব্রুক নিজেদের অবস্থান দৃঢ় করেছেন। রুট আছেন এক নম্বরে, ব্রুক দুইয়ে। বোলিংয়ের শীর্ষে বহাল জাসপ্রীত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা।

Scroll to Top