এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের তালিকা সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের হাতে উঠেছিল শিরোপা। আগের আট আসরে ছয়টিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নবম আসরে এসে তিন দলের বাইরে কারও হাতে উঠতে চলেছে বিশ্বকাপ। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় সেমিতে উইন্ডিজকে হারিয়ে শিরোপা মঞ্চের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।
শারজায় ক্যারিবীয়দের ৯ রানে হারিয়েছে কিউইবাহিনী। টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১২৮ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১২০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

এ নিয়ে তৃতীয়বার শিরোপামঞ্চে পা রেখেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালে প্রথম আসরে ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর ২০১০ সালে শিরোপামঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এবার তাদের সামনে শিরোপা জয়ের হাতছানি। রোববার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাইতে ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে কিউই মেয়েরা।
আগে ব্যাটে নামা কিউইদের উদ্বোধনী দু’ব্যাটারই ভালো করেছেন। ৩১ বলে ৩৩ রান করেন জর্জিয়া প্লিমার। সুজি বেটস করেন ২৮ বলে ২৬ রান। ১৪ বলে ২০ রানে অপরাজিত ইনিংস খেলেন ইসাবেলা গেজ।

ক্যারিবীয়দের হয়ে ডিনড্রা ডটিন ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নেন। অ্যাফি ফ্লেচার নেন দুটি উইকেট।
বল হাতে দারুণ করার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ছিলেন ডটিন। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এসেছে তার ব্যাটে। ২২ বলে ৩৩ রান করেন। ২১ বলে ১৫ রান করেন হ্যালি ম্যাথিউজ। অ্যাফি ফ্লেচার ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলেন।
কিউইদের হয়ে এডেন কার্সন ৩ উইকেট নেন। অ্যামেলিয়ার কের নেন দুটি উইকেট।