ক্যাম্পে চার রোহিঙ্গা খুনের মামলায় আরসাপ্রধান আতাউল্লাহ তিন দিনের রিমান্ডে – DesheBideshe

ক্যাম্পে চার রোহিঙ্গা খুনের মামলায় আরসাপ্রধান আতাউল্লাহ তিন দিনের রিমান্ডে – DesheBideshe



ক্যাম্পে চার রোহিঙ্গা খুনের মামলায় আরসাপ্রধান আতাউল্লাহ তিন দিনের রিমান্ডে – DesheBideshe

কক্সবাজার, ০৯ জুলাই – মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের একটি আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ ২০২০ সালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর চার খুনের মামলায় এ রিমান্ডের আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সকালেই কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে আতাউল্লাহকে আদালতে হাজির করা হয়। আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ৪ রোহিঙ্গা নিহত হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। বর্তমানে মামলাটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরের নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেফতার করে র‌্যাব।

সূত্র: যুগান্তর
এনএন/ ০৯ জুলাই ২০২৫



Scroll to Top