কোহলির চোটের সবশেষ অবস্থা জানালেন কোচ | চ্যানেল আই অনলাইন

কোহলির চোটের সবশেষ অবস্থা জানালেন কোচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে আঙুলে চোট পেয়েছেন বিরাট কোহলি। সেটি নিয়ে আলোচনা শুরু হয় যে, কোহলি আবার কখন খেলতে পারবেন ঠিক নেই। আলোচনা বাড়ার মাঝেই কোহলির অবস্থা জানালের বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

ফ্লাওয়ার বলেছেন, ‘বিরাট কোহলিকে নিয়ে চিন্তার কিছু নেই। তার কোনো সমস্যা হয়নি। তাকে ঠিকঠাকই দেখা যাচ্ছে।’

মোহাম্মদ সিরাজকে নিয়েও বলেছেন ফ্লাওয়ার, ‘সিরাজ অসাধারণ বল করেছেন। এখানে এসে এমন বল করা দারুণ। আমার মনে হয়েছে অসাধারণ একটি স্পেল করেছে সে।’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে। ম্যাচের ১২তম ওভারে সাই সুদর্শনের খেলা সুইপ শটের বাউন্ডারি ঠেকাতে গিয়ে আঙুলে ব্যথা পান কোহলি।

Scroll to Top