কোরীয় ভাষায় আনাড়ি ছিলেন, সেই লিসা এখন কে-পপ তারকা

কোরীয় ভাষায় আনাড়ি ছিলেন, সেই লিসা এখন কে-পপ তারকা

প্রথম একক অ্যালবাম

২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকে নাম লেখানোর পর দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন লিসা। আট বছরের ক্যারিয়ারে গান কিংবা নৃত্যে কে–পপে এতটাই লীন হয়েছেন, শ্রোতাদের কেউ কেউ তাঁকে কোরিয়ান ভেবে ভুল করেন।

একক ক্যারিয়ারে ‘লালিসা’ ও ‘রকস্টার’ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন লিসা। এবার প্রথম একক অ্যালবাম অলটার ইগো প্রকাশ করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত অ্যালবামটি সাড়া ফেলেছে। বিলবোর্ডের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। ‘বিলবোর্ড ২০০’ তালিকার সপ্তম স্থানে রয়েছে ‘অলটার ইগো’।

অ্যালবামে ‘থান্ডার’, ‘লাইফস্টাইল’, ‘চিল’, ‘ড্রিম’সহ মোট ১৫টি গান রয়েছে। অ্যালবামে পাঁচটি চরিত্রে নিজেকে মেলে ধরেছেন লিসা। চরিত্রগুলো হলো রক্সি, সুন্নি, কিকি, ভিক্সি ও স্পিডি। গায়িকা জানান, বছর কয়েক আগে লস অ্যাঞ্জেলেসে ঘুরতে গিয়েছিলেন তিনি, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার গান শোনেন। এটি তাঁকে বৈচিত্র্যময় পাঁচ চরিত্র নিয়ে অ্যালবামটি করতে অনুপ্রাণিত করেছে।

এই অ্যালবামে বেশ কয়েকজন বিশ্বতারকার সঙ্গে গান করেছেন লিসা। এর মধ্যে মার্কিন র‍্যাপার মেগান থি স্টেলিয়ন, টাইলাসহ আরও অনেকে রয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের একটি কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছেন লিসা। এপ্রিলে একক শিল্পী হিসেবে গাইবেন তিনি।

Scroll to Top