পুলিশের প্রতি পরিপূর্ণ আস্থা তৈরি না হওয়ার কারণে মব সৃষ্টি হচ্ছে, এমন মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নেই। কোন নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বতন্ত্র পুলিশ কমিশন জরুরী, অন্তর্বর্তী সরকারের আমলে এটি না হলে আর কখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি।