
এক কথায়, শিলিগুড়ির গণেশ পুজো এখন আর শুধু ধর্মীয় আচার নয়, হয়ে উঠছে শিল্প, সংস্কৃতি ও থিম-চমকের এক উৎসব। দুর্গাপুজোর সঙ্গে পাল্লা দিয়ে গণেশ পুজোর জনপ্রিয়তা বাড়ছে শহরে, আর সেটাই বলছে, উৎসবপ্রেমী শিলিগুড়ি এখন সারা বছরই উৎসবের আবহে বাঁচে।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য