এসএ২০ ক্লাব প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি। তিনি জেএসডব্লিউ স্পোর্টসের প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল সংস্থার ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন গতবছর থেকেই। এটি গাঙ্গুলির ক্যারিয়ারের প্রথম কোন দলের কোচের দায়িত্ব নেয়া।
এসএ২০’র চতুর্থ আসরে জোনাথন ট্রটের জায়গায় দায়িত্ব নিয়েছেন গাঙ্গুলি। ডিসেম্বরে শুরু হচ্ছে সাউথ আফ্রিকার লিগ আসরটি।
প্রিটোরিয়া ক্যাপিটালস এসএ২০ প্রথম আসরে গ্রুপপর্বে শীর্ষে শেষ করলেও ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরে যায়। পরের দুই আসরে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ মৌসুমে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। টানা দুবার পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় দলটি।
এ অবস্থায় গাঙ্গুলির নিয়োগ ঘিরে দলটি ভালো করার আশা করছে। কোচ হওয়ার আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবেও কাজ করেছেন, যদিও অল্প কিছুদিনের মধ্যে সেই পদ ছেড়ে দিয়ে বিসিসিআই সভাপতির দায়িত্ব নেন গাঙ্গুলি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গাঙ্গুলির প্রথম বড় পরীক্ষা হবে এসএ২০ আসন্ন খেলোয়াড় নিলামে। যা অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সেখান থেকে কোচের দায়িত্বে পথচলা শুরু হবে গাঙ্গুলির। দলকে নতুন করে সাজানোর কাজটি করতে হবে তাকে।