ভারত এশিয়ার অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যে সমৃদ্ধ দেশ। এখানে হাজারের বেশি ভাষায় মানুষ কথা বলে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশজুড়ে হিন্দি ভাষা প্রসারে বিশেষভাবে মনোযোগ দিয়েছে। শিক্ষা, কৃষি ও উন্নয়নসহ নানা সরকারি কর্মসূচির নাম হিন্দিতে রেখে এই ভাষা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।