কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন – Allrounder BD

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন – Allrounder BD

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন – Allrounder BD

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। দলের ভরাডুবির পর ২০২৪-২৫ মৌসুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। যার ফলে আর কিউইদের অধিনায়কত্বও করা হচ্ছে না তার।

জাতীয় দলের হয়ে খেলা না ছাড়লেও দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এখন নিয়মিত খেলার ইঙ্গিত দিয়েছেন কেন।

“ক্রিকেটের বাইরেও আমার জীবন আছে। আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো এবং দেশে বা বিদেশে অন্যদের সাথে অভিজ্ঞতা উপভোগ করা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে। বিদেশি লিগের সুযোগগুলো নিতে নিউজিল্যান্ডে গ্রীষ্মে আমাকে পাওয়া যাবে না। এজন্যই কেন্দ্রীয় চুক্তিতে থাকছি না” – বলেছেন কেন উলিয়ামসন

এছাড়া ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন আগেই। গুঞ্জন আছে, লোকি ফার্গুসনও বোর্ডের চুক্তিতে থাকতে আগ্রহী নন। মূলত নিউজিল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জাতীয় দল তো বটেই, ঘরোয়া লিগ সুপার স্ম্যাশ খেলারও বাধ্যবাধকতা আছে। যার ফলে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বাইরের লিগগুলো খেলা একটু কঠিনই হয়ে যায়।

Scroll to Top