কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১১

কেনিয়ার নাইরোবি থেকে আল জাজিরার রিপোর্টার ম্যালকম ওয়েব জানান, পুলিশ শহরের কেন্দ্রস্থলে যাওয়ার বেশির ভাগ প্রধান রাস্তা বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা বাধা অতিক্রম করে শহরের কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়।

সোমবার এক বিবৃতিতে কেনিয়ার পুলিশ জানায়, সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ৫২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

ম্যালকম ওয়েব বলেন, ‘কেনিয়ার রাজধানীর বিভিন্ন সড়ক ও দেশটির অন্যান্য এলাকায় সংঘর্ষ হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে গুলিবিদ্ধ মানুষের খবর পাচ্ছি।’

Scroll to Top