কেক কেটে পড়ুয়াদের জন্মদিন পালন, দুপুরে এলাহি ভুরিভোজ! মেনুতে…! আয়োজনে বেজায় খুশি খুদেরা

কেক কেটে পড়ুয়াদের জন্মদিন পালন, দুপুরে এলাহি ভুরিভোজ! মেনুতে…! আয়োজনে বেজায় খুশি খুদেরা

Last Updated:

School Students Birthday Celebration: জন্মদিন পালনের এই অনুষ্ঠানে বেশ খুশি স্কুলের ছাত্রছাত্রীরা

স্কুলে পড়ুয়াদের জন্মদিন পালনকেক কেটে পড়ুয়াদের জন্মদিন পালন, দুপুরে এলাহি ভুরিভোজ! মেনুতে…! আয়োজনে বেজায় খুশি খুদেরা
স্কুলে পড়ুয়াদের জন্মদিন পালন

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ পড়ুয়াদের স্কুলমুখী করে তুলতে শিক্ষা দফতরের নয়া উদ্যোগ। এবার স্কুলে পালিত হচ্ছে জন্মদিন। কেক কেটে জন্মদিন পালন করাই শুধু নয়, রয়েছে এলাহি ভুরিভোজের বন্দোবস্তও। মাছ, মাংস থেকে মিষ্টি, মেনুতে কী নেই!

ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার যেমন শিক্ষা দফতরের উদ্যোগে বিদ্যালয়ে পালিত হচ্ছে জন্মদিন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরে একসঙ্গে ২২ জন পড়ুয়ার জন্মদিন পালন করা হয়।

আরও পড়ুনঃ ত্রিপলটুকুই ভরসা! প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অসহায় মায়ের লড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন BDO

কেক কেটে জন্মদিন পালন করার সঙ্গেই রয়েছে পাতপেড়ে ভুরিভোজের আয়োজন। দুপুরের খাবারে রয়েছে মাংস থেকে শুরু করে চিংড়ি মাছ, দই, মিষ্টি সহ নানা পদ। জন্মদিন পালনের এই অনুষ্ঠানে বেশ খুশি স্কুলের ছাত্রছাত্রীরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের দাবি, পড়ুয়াদের স্কুলমুখী করার লক্ষ্যে শিক্ষা দফতরের এই ভাবনা।

প্রসঙ্গত, ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের ভূমিকা অনেকখানি। ফলে পড়ুয়ারা স্কুলবিমুখ হয়ে গেলে সমস্যা। শিক্ষা দফতরের উদ্যোগে এবার বিদ্যালয়ে পালিত হল জন্মদিন। কেক কাটার সঙ্গেই এলাহি খাওয়াদাওয়ার আয়োজন। এই অনুষ্ঠানে বেশ খুশি শিক্ষার্থীরা।

Scroll to Top