‘কেউ আমার মেয়ের ক্ষতি করলে তাকে খুন করব’, কেন বললেন বরুণ? | চ্যানেল আই অনলাইন

‘কেউ আমার মেয়ের ক্ষতি করলে তাকে খুন করব’, কেন বললেন বরুণ? | চ্যানেল আই অনলাইন

চলতি বছরের শুরুতে কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ছেলেবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে ২০২১ সালে বিয়ের পর্ব সেরেছিলেন বরুণ। এখন মেয়েকে ঘিরেই বরুণের পুরো দুনিয়া।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবা-মা হওয়ার পর তাদের দুজনের মধ্যেই দায়িত্ববোধের নতুন অনুভূতি এসেছে।’ সাক্ষাৎকারে বরুণ জানান, ‘আমার মনে হয় যখন কোন নারী বা যে কোন পুরুষ বাবা-মা হন, মায়ের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা। আমার মনে হয় তিনি মুহূর্তে একটি বাঘিনী হয়ে ওঠেন। কিন্তু একজন মানুষ হিসেবে আমি বলব, যখন আমরা (পুরুষরা) বাবা হই, তখন কোন কারণে আপনি আপনার মেয়ের প্রতি একটা সুরক্ষা অনুভব করেন।’

এরপর বলেন, ‘আমি নিশ্চিত যে আপনি পুত্রদের জন্যও অনুভব করেন। আমার মেয়ের প্রতি যদি কেউ তার এতটুকু (সামান্য) ক্ষতি করে তবে আমি তাদের খুন করব। কথাটা বলতে বলতে আমি গম্ভীর হয়ে যাই। আক্ষরিক অর্থেই, আমি তাদের হত্যা করব।’

শৈশবের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বরুণের ভাষ্য, ‘আমি আমার বাবা ডেভিড ধাওয়ানকে এখন একটু ভালোভাবে বুঝতে শুরু করেছি, তার নিরাপত্তাহীনতা, তার রেগে যাওয়া ‘ঠিক সময়ে বাড়িতে থাকো’ নিয়ে তার উদ্বেগ। তিনি শুধু চেয়েছিলেন সবাই একসঙ্গে থাকুক, একটা পরিবার হয়ে। আমি কখনই এটা বুঝতে পারতাম না, আমি বলতাম, ‘তার সমস্যাটি কী? আমি তো বাচ্চা নই, কেন আমাকে ওরা কাছে রাখতে চায়।’

GOVT

বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল চলতি বছরের ৩ জুন মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ফার্দাস ডে-এর দিন মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেন বরুণ, মেয়ের বয়স এখন সবে ৫ মাস।

আগামীতে অ্যাকশন থ্রিলার ছবি বেবি জনেও দেখা যাবে বরুণকে। এতে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি এবং রাজপাল যাদব। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে বেবি জন।

– হিন্দুস্থান টাইমস

Chokroanimation

Scroll to Top