কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কূটনৈতিক সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কূটনৈতিক সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুয়েতে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জমকালো সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

গত বুধবার (১৬ এপ্রিল) রাতে ক্রাউন প্লাজা হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিচারবিষয়ক মন্ত্রী জনাব নাসের ইউসুফ মোহাম্মদ আল-সুমাইত।

এছাড়া কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট এর সদস্যবৃন্দ, স্থানীয় এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতৃবৃন্দ, প্রবাসী গণমাধ্যমকর্মীরা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও তাদের সহধর্মীরাও সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার স্বাগত বক্তব্যে কুয়েতে বসবাসরত প্রবাসী বংলাদেশিদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য কুয়েতের মহামহিম আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, কুয়েতের শীর্ষনেতৃবৃন্দ এবং কুয়েতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Scroll to Top