যথাযোগ্য মর্যাদায় কুয়েতে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিক কার্যক্রম।
এরপর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তার সঙ্গে যোগ দেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির নেতারা।
এরপর দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভা।
সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এর সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান-এর পরিচালনায় ভাষা দিবস উপলক্ষে দেয়া প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনান মিনিস্টার শ্রম আবুল হোসেন ও ভিসা-পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার।
শেষে ভাষা শহীদসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।