খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটে অস্থিতিশীলতার জন্য কোন মহলের ইন্ধন রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাছুদ জানিয়েছেন, ছাত্রদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকুরিচ্যুত করা হবে বলেও জানান তিনি।