কুমিল্লার আলেখারচরে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ১ | চ্যানেল আই অনলাইন

কুমিল্লার আলেখারচরে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ১ | চ্যানেল আই অনলাইন

কুমিল্লার আলেখারচরে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ মো. রাশিদ নামে একজনকে আটক করেছে সেনা সদস্যরা।

শনিবার (১৯ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লার আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ইয়াবা ২৯০ পিস, গাঁজা ৫০ কেজি, ফেনসিডিল ৮০ বোতল, বিয়ার ৫৯ ক্যান, মদের বোতল ০২টি, নগদ ১ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা ও পাসপোর্ট ০২টিসহ একজনকে আটক করা হয়। অপর একজন পালিয়ে যায়।

আটক ব্যক্তি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর বাসিন্দা মো. শামীমের ছেলে মো. রাশিদ। অপর পলাতক আসামি, নোয়াখালীর সোনাইমুড়ির তুসহি গ্রামের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top