কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে শিক্ষার্থীর নাম, যে কারণ বললেন সংশ্লিষ্টরা

কুমিল্লায় বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারিতে ছেলে শিক্ষার্থীর নাম, যে কারণ বললেন সংশ্লিষ্টরা

খোঁজ নিয়ে জানা গেছে, ডিজিটাল লটারির মাধ্যমে সারা দেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা গেছে, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটে নাম এসেছে ১১০ জন শিক্ষার্থীর নাম। এর মধ্যে তালিকার ৪১ নম্বরে রয়েছে এক ছেলে শিক্ষার্থীর নাম। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমরাও জানি না মেয়েদের স্কুলে কীভাবে আমার ছেলের নাম এসেছে। আমরা পছন্দের তালিকায় ওই স্কুলের নাম দিইনি। আমি কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা হাইস্কুল ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নাম দিয়েছি পছন্দের তালিকায়। আমার ছেলের নাম কুমিল্লা হাইস্কুলেও এসেছে। তাঁকে এখানেই ভর্তি করাব। ওই ব্যাপারে আমি কিছুই জানি না।’