কুনুতে নাজেলা একটি প্রচলিত দোয়া, যা হাদিসে বর্ণিত এবং বিপদের সময় পড়া হয়। সেটি হলো:
উচ্চারণ: আল্লাহুম্মাহদিনা ফি মান হাদাইতা, ওয়া ‘আফিনা ফি মান ‘আফাইতা, ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইতা, ওয়া বারিক লানা ফি মা আ‘তাইতা, ওয়া কিনা শাররা মা কাদাইতা, ফাইন্নাকা তাকদী ওয়া লা ইউকদা ‘আলাইকা, ইন্নাহু লা ইযযিল্লু মান ওয়ালাইতা, ওয়া লা ই‘উযযু মান ‘আদাইতা, তাবারাকতা রাব্বানা ওয়া তা‘আলাইতা।
অর্থ: হে আল্লাহ, তুমি যাদের হেদায়েত দিয়েছ, তাদের মধ্যে আমাদের হেদায়েত দাও। তুমি যাদের নিরাপত্তা দিয়েছ, তাদের মধ্যে আমাদের নিরাপত্তা দাও। তুমি যাদের বন্ধুত্ব গ্রহণ করেছ, তাদের মধ্যে আমাদের বন্ধুত্ব গ্রহণ করো। তুমি আমাদের যা দিয়েছ, তাতে আমাদের জন্য বরকত দাও। তুমি যা ফয়সালা করেছ, তার ক্ষতি থেকে আমাদের রক্ষা করো। নিশ্চয় তুমি ফয়সালা করো, আর তোমার বিরুদ্ধে ফয়সালা হয় না। তুমি যাকে বন্ধু করো, সে কখনো অপমানিত হয় না, আর যাকে শত্রু করো, সে কখনো সম্মানিত হয় না। হে আমাদের প্রতিপালক, তুমি বরকতময়, তুমি সর্বোচ্চ। (সুনানে নাসায়ি, হাদিস: ১,৭৪৫)