কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও হিমেল বাতাসে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিভিন্ন পেশার শ্রমজীবিরা।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে অসহনীয় ঠান্ডা অনুভুত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা থাকছে সমগ্র জেলা।
সবচেয়ে বেশি শীতে কষ্টে পড়েছে জেলার উপর প্রবাহিত ১৬টি নদ-নদীর তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন। চরাঞ্চলের শীতার্তরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।