কুড়িগ্রামে ভারত থেকে দেশে অনুপ্রবেশ, বাংলাদেশি গ্রেপ্তার

কুড়িগ্রামে ভারত থেকে দেশে অনুপ্রবেশ, বাংলাদেশি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৯৩৪ নম্বর পিলারে সাব পিলার ৯–এর পাশে বাংলাদেশের ৩০০ গজ ভেতরে খালিশাকোঠাল সীমান্তে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম নয়ন মিয়া (২৫)। তিনি ঢাকার হাতিরঝিল থানার এলাকার বাদশা মিয়ার ছেলে। আটকের পর গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিজিবির নায়েক আলমগীর হোসেন তাঁকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। এ ঘটনায় নয়নের বিরুদ্ধে থানায় একটি অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Scroll to Top