কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে উভ‌য় প‌ক্ষের মধ্যে সংঘ‌র্ষে  তিনজ‌নের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন, এলাকার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। এখন পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপুর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রি ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

Scroll to Top