কী হচ্ছে IIT Kharagpur-তে! একের পর এক পড়ুয়ার মৃত্যু! কারণ খুঁজতে ক্যাম্পাসে ফরেন্সিক দল

কী হচ্ছে IIT Kharagpur-তে! একের পর এক পড়ুয়ার মৃত্যু! কারণ খুঁজতে ক্যাম্পাসে ফরেন্সিক দল

Last Updated:

ছাত্র মৃত্যুর তদন্তে এবার আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে এল ফরেন্সিক দল। গত ১৮ জুলাই এবং ২১ জুলাই, মাত্র ৩ দিনের ব্যবধানে আইআইটি খড়্গপুরের দুই পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।

আইআইটি খড়্গপুরকী হচ্ছে IIT Kharagpur-তে! একের পর এক পড়ুয়ার মৃত্যু! কারণ খুঁজতে ক্যাম্পাসে ফরেন্সিক দল
আইআইটি খড়্গপুর

খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর, শঙ্কর রাই: ছাত্র মৃত্যুর তদন্তে এবার আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে এল ফরেন্সিক দল। গত ১৮ জুলাই এবং ২১ জুলাই, মাত্র ৩ দিনের ব্যবধানে আইআইটি খড়্গপুরের দুই পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। প্রথম ক্ষেত্রে অর্থাৎ গত ১৮ জুলাই সকালে রাজেন্দ্র প্রসাদ হলের ডি-২৪১ নম্বর রুম থেকে উদ্ধার হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র তথা কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ।

Scroll to Top