কীভাবে তৈরি হত নকল বার্থ সার্টিফিকেট…কোথা থেকে আসত আধার-ভোটার কার্ড? ফাঁস নতুন তথ্য

কীভাবে তৈরি হত নকল বার্থ সার্টিফিকেট…কোথা থেকে আসত আধার-ভোটার কার্ড? ফাঁস নতুন তথ্য

Last Updated:

পাসপোর্ট জালিয়াতি মামলায় এক তৃণমূল ঘনিষ্ঠ পঞ্চায়েত কর্মী উঠে এসেছিল কলকাতা পুলিশের জালে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতারও করা হয় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে৷ তদন্তকারীদের দাবি, তিনি ভুয়ো জন্ম শংসাপত্র তৈরির একটি বড় চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। 

News18কীভাবে তৈরি হত নকল বার্থ সার্টিফিকেট…কোথা থেকে আসত আধার-ভোটার কার্ড? ফাঁস নতুন তথ্য
News18

কলকাতা: ভুয়ো জন্মের শংসাপত্র তৈরিতে ‘ভুয়ো’ নথির ব্যবহার! জন্মের শংসাপত্র তৈরির আগেই তৈরি হয়েছিল আবেদনকারীদের আধার ও ভোটার কার্ড৷ ভুয়ো বার্থ সার্টিফিকেটের তদন্তে নেমে এবার নয়া তথ্য কলকাতা পুলিশের হাতে৷ সেই সমস্ত আধার ও ভোটার কার্ড কী ভাবে তৈরি হল, তা খোঁজ নিচ্ছে কলকাতা পুলিশ৷ আধার বা ভোটার কার্ডের ফটোকপি ব্যবহার করেই তৈরি হয়েছে ভুয়ো জন্মের শংসাপত্র৷ তদন্তে এমনই তথ্য মিলেছে বলে দাবি কলকাতা পুলিশের৷

এই চক্রে ধৃত পাঠানখালি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার ও মিডল ম‍্যান হাবিবুর৷ তাদের হোয়াটস অ্যাপের মেসেজ থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটারের ফটোকপি৷ জেরায় হাবিবুর স্বীকার করেছেন, এই আধার ও ভোটার কার্ডের ফটোকপি পাঠিয়ে দেওয়া হত গৌতমের কাছে।

গৌতম সেই আধার ও ভোটারের নাম ও ঠিকানা থেকে ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করে ফেলতেন। তারপর পিডিএফ আকারে সেই শংসাপত্র পাঠিয়ে দেওয়া হত হাবিবুরকে। হাবিবুর প্রিন্ট করে তুলে দিতেন আবেদনকারীকে৷

এহেন বয়ান থেকেই তদন্তকারীরা মনে করছেন, এই সকল আধার ও ভোটার কার্ডও ‘ভুয়ো’৷ অসৎ উপায়ে এই সচিত্র পরিচয়পত্র তৈরি হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা৷ শুরু হয়েছে এই সমস্ত আধার ও ভোটার কার্ডের তথ্য সংগ্রহের কাজ৷

পাসপোর্ট জালিয়াতি মামলায় এক তৃণমূল ঘনিষ্ঠ পঞ্চায়েত কর্মী উঠে এসেছিল কলকাতা পুলিশের জালে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতারও করা হয় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে৷ তদন্তকারীদের দাবি, তিনি ভুয়ো জন্ম শংসাপত্র তৈরির একটি বড় চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

পাঠানখালি ভুয়ো জন্মের শংসাপত্র কেলেঙ্কারিতে একটি নার্সিংহোমের নাম জড়ানোর পাশাপাশি প্রভাবশালী যোগ নিয়েও প্রশ্ন উঠেছে৷ চুক্তি ভিত্তিক কর্মী গৌতম সর্দারের মাথায় কারা? খুঁজছে কলকাতা পুলিশ। সম্প্রতি আলিপুর আদালতও গৌতম সর্দারের উপরে কারা রয়েছেন, তাঁদের খুঁজে বার করে তদন্তের আওতায় আনতে নির্দেশ দিয়েছিল তদন্তকারী অফিসারকে। গৌতম সর্দারেই এসে থেমে যাবে, না কি মাথাও আসবে? মন্তব্য করেছিলেন বিচারক। এবার সেই মাথা খুঁজতে তৎপরতা তুঙ্গে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

কীভাবে তৈরি হত নকল বার্থ সার্টিফিকেট…কোথা থেকে আসত আধার-ভোটার কার্ড? ফাঁস নতুন তথ্য

Scroll to Top