কিশোরগঞ্জে নদীতে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর | চ্যানেল আই অনলাইন

কিশোরগঞ্জে নদীতে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর | চ্যানেল আই অনলাইন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত হয়েছেন ২ শিক্ষার্থী। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইফা (১০) করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা (৯) একই গ্রামের ইখলাস মিয়ার মেয়ে। তারা দুজনেই দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সাইফা চতুর্থ শ্রেনি এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে স্কুল ছুটির পরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলছিলেন। একসময় তারা বাড়ির পাশে নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃতদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে।

Scroll to Top