২০টি ক্লাব নিয়ে হতে চলা এএফসি চ্যালেঞ্জ লিগের পশ্চিম অঞ্চলের ড্র হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র হয়েছে। বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে আসরে থাকছে বসুন্ধরা কিংস, ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে তারা, সঙ্গী মধ্যপ্রাচ্যের তিন ক্লাব।
প্রতিপক্ষ হিসেবে কিংসের গ্রুপে পড়েছে ওমানের ক্লাব আল-শাবাব, কুয়েতের আল-কুয়েত ও লেবাননের আল-আনসার। গ্রুপপর্বেই কিংসের পথ কঠিন। ২৫ অক্টোবর থেকে গ্রুপপর্বের খেলা গড়াবে, শেষ হবে ১ নভেম্বর।
কিংস এপর্যন্ত পাঁচবার দেশের লিগ শিরোপা জিতেছে। গত মৌসুমে লিগ শেষ করেছে পয়েন্ট টেবিলের তিনে থেকে। ২০২৪-২৫ মৌসুমে আবাহনী জিতেছিল লিগ শিরোপা।
চ্যালেঞ্জ লিগ খেলতে মূলপর্বে ওঠার লড়াইয়ে আল-কারামাহকে ১-০ ব্যবধানে হারিয়েছিল কিংস। অপরদিকে মুরাস ইউনাইটেডের বিপক্ষে আবাহনী হেরে যাওয়ায় আসরে দেশের একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে কিংস।
কিংসের প্রতিপক্ষ আল-শাবাব ওমানের লিগে শিরোপা না পেলেও লেবাননের আল-আনসার লিগে জিতেছে ১৫ বার। আল-কুয়েত ১৬ বার জিতেছে লিগ শিরোপা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৮ বছরের অংশগ্রহণে বাজিমাত করেছে কিংস। ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়নশিপ জিতে প্রিমিয়ারে আসে। এখন তাদের ঝুলিতে পাঁচবার লিগ শিরোপার সঙ্গে চারবার ফেডারেশন কাপসহ একটি ইন্ডিপেন্ডেন্স কাপ শিরোপা আছে তাদের।