কাশ্মীর হামলা নিয়ে প্রতিক্রিয়ায় যা জানাল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

কাশ্মীর হামলা নিয়ে প্রতিক্রিয়ায় যা জানাল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, তারা এই ঘটনার কারণে গভীরভাবে উদ্বিগ্ন।

আজ (২৩ এপ্রিল) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া এই হামলায় বেসামরিক প্রাণহানিতে পাকিস্তান দুঃখ প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। শান্তিপূর্ণ সমাধানের বদলে কাশ্মীরে চলমান সহিংসতা ও দমন-পীড়নের পরিণতিই আজকের এই ঘটনা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তুরস্কের অটুট সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, মঙ্গলবারের হামলায় সরকারি হিসেব অনুযায়ী অন্তত ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের সংখ্যা ২৯-এ পৌঁছেছে।

Scroll to Top