আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’। বিগত কয়েক বছরে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ক্ষেত্রে বাধা থাকার ফলে ফাওয়াদ বলিউডে কোন ছবি করেননি। অবশেষে ২০২৫ সালে ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল আরও একটি দুঃখজনক ঘটনা।
কাশ্মীরের মাটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটার পরেই ‘আবির গুলাল’ ছবিটি নিয়ে তৈরি হয় বিতর্ক। ভারতে এই ছবিটি মুক্তির ক্ষেত্রে তৈরি হয়েছে বাধা।
ইতিমধ্যেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর সভাপতি বি এন তিওয়ারি জোড় গলায় জানিয়েছেন, আবির গুলালকে ভারতে মুক্তি দেওয়া যাবে না। যদি এই সিনেমাটি ভারতের মুক্তি পায়, তাহলে নির্মাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
‘আবির গুলাল’ ছবিটি মুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন ডিরেক্টরস এসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত। তিনি বলেছেন, ‘কাশ্মীরের ঘটনা জাতির বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত। এমন আক্রমণ গত ৩০ বছর ধরে চলছে। সকল নির্মাতা এবং পরিচালকদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে পাকিস্তানিদের কাজে নেবেন না।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান থেকে কিছু মানুষ শিল্প এবং সম্প্রদায়ের মতো অযৌক্তিক কারণ নিয়ে ভারতে আসেন, কিন্তু শেষ পর্যন্ত যা হয় তা সকলেরই জানা। অনেকের মনে হয়, আমার বাড়িতে তো কিছু হয়নি তাই অসুবিধা নেই। কিন্তু যদি ছবির নায়িকা বা নির্মাতাদের পরিবারের সঙ্গে এমন ঘটতো, তাহলে তারা এই কাজ করতেন না।’