কাল কী হবে, এসব নিয়ে ভাবি না: অনির্বাণ

কাল কী হবে, এসব নিয়ে ভাবি না: অনির্বাণ

অনির্বাণ চক্রবর্তী: বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শক থেকে সমালোচকেরাও প্রশংসা করেছেন। অনেক শো হাউসফুল হয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও এখনো অনেক শো হাউসফুল যাচ্ছে।

অনির্বাণ চক্রবর্তী
সৌজন্যে

প্রথম আলো :

‘চালচিত্র’ সিনেমায় আপনার সঙ্গে বাংলাদেশের অভিনেতা অপূর্ব অভিনয় করলেন…

অনির্বাণ চক্রবর্তী: তিনি যখন লুক সেট করতে এসেছিলেন, আমার সঙ্গে দেখা হয়নি। শুধু এটুকুই শুনেছিলাম, আমার খোঁজ করেছিলেন। শুটিং শুরু হওয়ার পর আমার সঙ্গে দেখা করতে একদিন সেটে এসেছিলেন। মেকআপ ভ্যানে অনেক আড্ডা হয় আমাদের। বুঝলাম, ও আমার কাজ দেখে, আমার সম্পর্কে অনেক জানে। কলকাতার খাবারের একটা লিস্ট করে এনেছিল, সেখান থেকে কিছু এনে আমরা সবাই খেয়েছিলাম। ভালো মানুষের পাশাপাশি অপূর্ব ভীষণ ভালো একজন অভিনেতা। ওর জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও আছে।

প্রথম আলো :

বাংলাদেশের অনেক সিনেমা, সিরিজে কলকাতার অনেক শিল্পী কাজ করছেন। আপনাকে কবে দেখা যাবে?

অনির্বাণ চক্রবর্তী: সেটা তো আমার হাতে নেই, তবে আমি বেশ আগ্রহী। অনেক ভালো কাজের খবর পাই। ওটিটির কাজগুলোও দেখা হয়, বাংলাদেশের কাজগুলোর ভক্ত আমি।

Scroll to Top