কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিজয় র‌্যালি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে।

কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালিকালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন বলেন, “এই বিজয় র‌্যালি সরকার পতনের আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সংগ্রাম চলবে।”

কালিগনজ-গাজিপুর-বিএনপির বিজয় র‌্যালি -১কালিগনজ-গাজিপুর-বিএনপির বিজয় র‌্যালি -১

বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় মূল কর্মসূচিতে। এতে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর পরিণত হয় জনসমুদ্রে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোলাইমান আলম, আশরাফী হাবীবুল্লাহ, মোহাম্মদ হোসেন আরমান, ফরিদ মৃধা, ইব্রাহীম প্রধান, আলমগীর হোসেন স্বপনসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Scroll to Top