কালীগঞ্জে প্রতিবন্ধি ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

কালীগঞ্জে প্রতিবন্ধি ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার প্রতিবন্ধি, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে প্রতিবন্ধি ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণকালীগঞ্জে প্রতিবন্ধি ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

অনুষ্ঠানে পৌর এলাকার ১০টি প্রতিবন্ধি, অসহায় ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারকে একটি করে ছাগল হস্তান্তর করা হয়। এতে সুবিধাভোগী পরিবারগুলো আর্থিক স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তারা।

এই সহায়তা কার্যক্রম সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান পৌর প্রশাসক।

কালীগঞ্জে ফল মেলার উদ্বোধন ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

Scroll to Top