কালিহাতীতে প্রতিমা বির্সজনের সময় দুই নৌকার মাঝখানে পড়ে কিশোর নিহত

কালিহাতীতে প্রতিমা বির্সজনের সময় দুই নৌকার মাঝখানে পড়ে কিশোর নিহত

স্থানীয় ব্যক্তিরা জানান, কালিহাতী পৌর এলাকার বিভিন্ন মণ্ডপের প্রতিমা নিয়ে বিজয়া দশমীর বিকেলে ঝিনাই নদে নৌকায় ভাসানো হয়। বিকেল সাড়ে চারটার দিকে প্রতিমা নিয়ে ভাসমান দুটি ইঞ্জিনচালিত নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই নৌকার মাঝখানে পড়ে অপু পাল গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া জানান, প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Scroll to Top