কালিয়াকৈরে শালবনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কালিয়াকৈরে শালবনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে শালবনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চাঁপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর বিন্নার চালা এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈরে শালবনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারকালিয়াকৈরে শালবনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্থানীয়রা জানান, বড় গোবিন্দপুর বিন্নার চালা এলাকার ফুটবল মাঠের পাশের শালবনে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লাশটির পরনে ছিল জিনসের প্যান্ট ও খয়েরি রঙের টি-শার্ট। তবে আশপাশের কেউই নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।

পরে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ‘‘লাশের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

Scroll to Top