কালই বুঝতে পারবেন—উইলিয়ামসের খোঁচার জবাবে নাজমুল

কালই বুঝতে পারবেন—উইলিয়ামসের খোঁচার জবাবে নাজমুল

নাহিদের প্রতি দলের বার্তা কী? অধিনায়ক নাজমুল সেটিও পরিষ্কার করে দিয়েছেন, ‘ওকে অনেক আগে থেকেই আমি চিনি। যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে অনুশীলন করত তখন থেকেই চিনি। তখন থেকে এখন পর্যন্ত একটি বার্তাই দেওয়া হয়েছে, ও যেন ১৪০–এর বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত বার্তা পরিষ্কার। আশা করব কালকে যদি ও খেলে, ১৪০ কিলোমিটারের এর চেয়ে বেশি জোরে বল করবে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Scroll to Top