সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে ওভাল টেস্টের শুরুটা ভালো হয়নি ভারতের। বৃষ্টি বিঘ্নিত দিনে ইংল্যান্ড পেসারদের তোপে দ্রুতই উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে ফিফটি করেছেন কারুণ নায়ের। তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে দুইশ পেরিয়েছে ভারত।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। চ্যালেঞ্জ সামনে রেখে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। বৃষ্টি বাধা কাটিয়ে প্রথমদিনে খেলা হয়েছে ৬৪ ওভার। ৬ উইকেটে ২০৪ রান তুলেছে ভারত। কারুণ ৫২ রানে এবং সুন্দর ১৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ রানে প্রথম উইকেট হারায় সফরকারী দল। যশ্বী জয়সওয়াল ফিরে যান ২ রান করে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ফেরেন ১৪ রান করেন। তৃতীয় উইকেটে গিল ও সাই সুদর্শন মিলে যোগ করেন ৪৫ রান। ৩৫ বলে ২১ রান করে গিল রানআউট হয়ে ফিরে গেলে জুটি ভাঙে।
১০১ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ১০৮ বলে ৩৮ রান করে ফেরেন লোকেশ রাহুল। ১২৩ রানে রবীন্দ্র জাদেজাকে ফেরান জশ টাং, ৯ রান করেন। ১৫৩ রানে ষষ্ঠ ব্যাটারকে হারায় সফরাকারীরা। ৪০ বলে ১৯ রান করে ফিরে যান ধ্রুভ জুরেল। পরে কারুণ আর সুন্দর মিলে দিনের বাকি অংশ পার করেন।
প্রথম দিনে ইংলিশ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন ও জশ টাং দুটি করে উইকেট নেন। ক্রিস ওকস নেন এক উইকেট।