বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোয় ডিপ্লোমা কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
এসব কোর্সের মধ্যে কারিগরি বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ ও ডিপ্লোমা-ইন-লাইভস্টক রয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) আনোয়ারুল কবীরের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।