জুমবাংলা ডেস্ক : ৩৩টি মামলায় ধাপে ধাপে সবগুলোতে জামিন ও খালাস পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
পরে কারাগারের প্রধান ফটকে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী, সমর্থক ও অনুসারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাকির খানকে বরণ করে নেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন জাকির খান। পরে গাড়িতে চড়ে পুরো শহর ঘুরে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে শোডাউন করেন তিনি। ফলে পুরো শহরে দীর্ঘ দুই ঘণ্টা যানজট সৃষ্টি হয়।
জানা গেছে, পলাতক ও কারাগার থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর মুক্ত অবস্থায় নারায়ণগঞ্জ শহরে প্রকাশ্যে এলেন জেলা ছাত্রদলের এই সাবেক নেতা।
এরআগে, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনার মামলায় আসামি হলে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমান আলোচিত ছাত্রদল নেতা জাকির খান।
কারামুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নারায়ণগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতাও জানান জাকির খান।
এ সময় উচ্ছ্বসিত কণ্ঠে সাংবাদিকদের জাকির খান বলেন, ‘আমার শরীরের চামড়া দয়ে জুতা বানিয়ে দিলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। আজকের দিনে ওয়াদা করছি আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করবোই করবো। এছাড়া বিগত শেখ হাসিনার সরকারের আমলে আমরা যেভাবে রাজনৈতিকভাবে নির্যাতিত ও হেয় প্রতিপন্ন হয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ধরনের নির্যাতনের সম্মুখীন না হয় সে বিষয়েও সব ধরনের ব্যবস্থা নেব।’
ফিলিস্তিনির গণহত্যার বিষয় উল্লেখ করে জাকির খান বলেন, ‘ফিলিস্তিনে মুসলিম উম্মাহর ওপর এখন যে নির্যাতন ও গণহত্যা চলছে, এর বিরুদ্ধে আমরা সবাই মিলে যদি প্রতিবাদ না করি তাহলে আর মুসলমানের কাতারে রইলাম না।’
কারাগার থেকে মুক্তি পাওয়া ও দীর্ঘদিন পর নিজ শহরে পা রাখার অনুভূতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকির খান বলেন, ‘সবচেয়ে আনন্দের অনুভূতি হলো আমি বাড়িতে গিয়ে মায়ের হাতে ভাত খাবো।’
প্রশাসন প্রসঙ্গে জাকির খান বলেন, ‘আগামী দিনে এই প্রশাসন থাকবে না। আমরা প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে মানবতার ভিত্তিতে সব কিছু রক্ষা করবো।’
জানা গেছে, হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর অভিযানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার হন তিনি। এরপর থেকে জাকির খান কারাগারে ছিলেন। পরে ধাপে ধাপে সবগুলো মামলাতেই আদালত থেকে জামিন পেয়েছেন জাকির খান। চলতি বছরের ৭ জানুয়ারি আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল জানান, ‘৩৩টি মামলার মধ্যে ৩২টিতেই খালাস পেয়েছেন জাকির খান। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। দীর্ঘদিন আগে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় পাঁচ বছরের সাজা ভোগ করে আজ তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, ‘একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেয়া হয়।’