কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ না পাওয়ায় আদালতের দ্বারস্থ ইমরান ও বুশরা

কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ না পাওয়ায় আদালতের দ্বারস্থ ইমরান ও বুশরা

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্মকর্তারা ছেলেদের সঙ্গে তাঁকে টেলিফোনে যোগাযোগ করতে দিচ্ছেন না। এমনকি গত মাসে পবিত্র ঈদুল ফিতরের সময়ও তিনি কথা বলতে পারেননি। যদিও কারা আইন অনুযায়ী সপ্তাহে ২০ মিনিট কথা বলার অনুমতি আছে।

এ ছাড়া বুশরা বিবি তাঁর আবেদনে অভিযোগ করেছেন, সাবেক ফার্স্ট লেডি হওয়ার কারণে তাঁর একটি সামাজিক মর্যাদা আছে। এ কারণে তাঁর কারাগারে উন্নত সুযোগ–সুবিধা পাওয়ার কথা। কিন্ত কারা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া পাওয়া যায়নি। তাই তিনি চান যে আদালত এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন।

Scroll to Top