কারাগারে থাকা যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস, নানা প্রশ্ন

কারাগারে থাকা যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস, নানা প্রশ্ন

এর আগে ১০ আগস্ট দিবাগত রাতে লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে একটি একনলা বন্দুকসহ এ কে এম ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার হয়। সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পালেরহাট এলাকাতেই। ফরিদ উদ্দিনের কাছ থেকে বন্দুক ছাড়াও নগদ ১ লাখ ৫ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ কে এম ফরিদ উদ্দিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিন বিকেলে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাঁকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

কারাগারে বন্দী অবস্থায় ফরিদ উদ্দিন কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দিলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারা কর্তৃপক্ষ ও পুলিশ দাবি করছে, কারাগার কিংবা রিমান্ডে মুঠোফোন ব্যবহারের সুযোগ নেই।

Scroll to Top