কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ব্রোঞ্জজয়ী শ্রাবণী-রুপালিরা | চ্যানেল আই অনলাইন

কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ব্রোঞ্জজয়ী শ্রাবণী-রুপালিরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। জুনে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে শ্রাবণী মল্লিকরা। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে দলের বিশ্বকাপ প্রস্তুতি। তাদের তত্ত্বাবধায়ন করছেন কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী।

এ বছরের জুনের ১-১৩ তারিখে ভারতের বিহারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। ২০১২ সালে ভারতের বিহারে অনুষ্ঠিত হয়েছিল প্রথম নারী কাবাডি বিশ্বকাপ। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, পঞ্চম হয়ে আসর শেষ করেছিল বাংলাদেশ।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রাখতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে ইরান থেকে দল সাফল্য নিয়ে এসেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন চায় বিশ্বকাপেও এমন সাফল্য অনূদিত হোক। ২০১২ সালে প্রথম বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার আরও ভাল করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

দলের প্রস্তুতির জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। এ সম্পর্কে সোহাগ আরও বলেন, ‘দলের প্রস্তুতির জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে দলকে নেপাল পাঠানো হবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।’

‘থাইল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাগতিক থাইল্যান্ড, বাংলাদেশ এবং নেপাল অথবা শ্রীলংকাকে নিয়ে হতে পারে এই ত্রিদেশীয় সিরিজ। এছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারত পাঠানোর পরিকল্পনা আছে। সেখানে বিভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে।’

Scroll to Top