কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার

কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর অবশেষে রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ দুইজন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই সীতা ঘাট এলাকায় নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত পর্যটকরা হলেন প্রিয়ন্ত (১৫) ও শাহন দত্ত (১৭)।

ইউপি সদস্য মো. সরোয়ার জানান, আজ সকালে ৭টার দিকে কর্ণফুলি নদীতে লাশ দুটি ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় নিহতের আত্মীয়-স্বজনরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠার খবর পেয়ে ৮ সদস্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

GOVT

কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, সকালে লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল নিহত দুই পর্যটকের লাশ উদ্ধার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক নিখোঁজ হন।

Shoroter Joba

Scroll to Top