কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩ এর সঙ্গে চুক্তিবদ্ধ হল বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশন – DesheBideshe

কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩ এর সঙ্গে চুক্তিবদ্ধ হল বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশন – DesheBideshe

ঢাকা, ০১ এপ্রিল – কানাডার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্যের বহুল প্রসারে অগ্রণী ভূমিকা রাখতে গত ৩০ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমএ) এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) এর মধ্যে একটি দ্বীপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) এর আয়োজনে এ বছরের ৬, ৭ ও ৮ অক্টোবরে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩”।

বাংলাদেশ জুট মিলস করপোরেশন কার্যালয়ে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩” এর চেয়ারম্যান আরিফ রহমান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের পক্ষে চেয়ারম্যান মো: আবুল হোসেন উক্ত চুক্তি স্বাক্ষর করেন।

এ বিষয়ে আরিফ রহমান বলেন, বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাট ও পাটজাত দ্রব্যের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং বিশ্ববাসীর মাঝে তা গৌরবের সাথে তুলে ধরতে আমরা আজ আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হলাম । কানাডার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্যকে আকর্ষনীয়ভাবে তুলে ধরার এখনই সময়, কেন না কৃত্রিম আঁশ অথবা প্লাস্টিক পরিবেশের যে বিপর্যয় ঘটিয়েছে, তা থেকে পরিত্রাণ পেতে চাইছে গোটা বিশ্বের মত কানাডার জনগণও।

এই প্রয়াসে বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে সাথে পেয়ে আমরা আনন্দিত। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩”তে কানাডার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে আমরা যুগপৎভাবে বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্যকে তুলে ধরতে চাই।

এ বিষয়ে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান মো: আবুল হোসেন বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সোনালী আঁশের কোন জুড়ি নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই পাট ও পাটজাত দ্রব্যের উন্নয়ন ও প্রসারে গূরত্ব দিয়ে আসছেন। আমরা তার নেতৃত্বেই দেশের পাট ও পাটজাত দ্রব্য বিশ্ববাসীর কাছে নিয়ে যাচ্ছি। আজকের এই চুক্তি স্বাক্ষর এরই ধারাবাহিকতা মাত্র।“

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারজানা আলী।

উল্লেখ্য, কানাডা ও বাংলাদেশের মধ্যে বানিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বী-পাক্ষিক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে জাঁকজমকভাবে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) আয়োজিত “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩” এর রোড শো উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিজি (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম বাংলাদেশস্থ কানাডিয়ান সিনিয়র ট্রেড কমিশনার অ্যাঞ্জেলা ডার্ক, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী বু আব্দুল্লাহ, আবুধাবীর কানাডা বিজনেস কাউন্সিলের সভাপতি ধিয়া হুসেন,কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি পারভেজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার আজাদ, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারজানা আলী, সিবিসিসিআই এর প্রাক্তন সভাপতি আবু জুবায়ের দারা সহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ ।

একাধিক বিনিয়োগ- চুক্তি স্বাক্ষরের শেষে বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী ও অতিথিবৃন্দ আঁখি আলমগীর ও স্বপ্নিল সজীবের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।

এন এ/ ০১ এপ্রিল

Scroll to Top