কানাডার মূলধারার থিয়েটারে বাংলাদেশের আফরোজা বানু

কানাডার মূলধারার থিয়েটারে বাংলাদেশের আফরোজা বানু

কানাডার টরন্টোর ক্রো’স থিয়েটারে মঞ্চস্থ হয়েছে ‘ট্রাইডেন্ট মুন’ নাটকের উদ্বোধনী শো। নাটকটি রচনা করেছেন নাট্যকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো। কানাডার মূলধারার এই নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের গুণী শিল্পী আফরোজা বানু।

Scroll to Top