কানাডার ভিসা কার্যক্রম আবারও চালু করল ভারত

কানাডার ভিসা কার্যক্রম আবারও চালু করল ভারত
KSRM

কানাডার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ক্যাটেগোরির ভিসায় ছাড় দিতে চলেছে ভারত। খালিস্তান ইস্যুতে বন্ধ করে দেওয়ার পর আবারও বিশেষ কয়েকটি ক্যাটেগোরিতে কানাডার ভিসা পরিষেবা চালু করেছে দেশটি। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে বিশেষ কয়েকটি ক্যাটেগোরিতে কানাডার ভিসা পরিষেবা চালু করছে ভারত। যে সকল ভিসার ক্ষেত্রে ভারত অনুমোদন দিচ্ছে তা হল- ১) এন্ট্রি ভিসা, ২) বিজনেস ভিসা, ৩) মেডিকেল ভিসা এবং ৪) কনফারেন্স ভিসা।

Bkash July

সম্প্রতি খালিস্তান ইস্যুতে কানাডায় ভারতীয় বংশোদ্ভূত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় ভারতের হাত আছে বলে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার এমন দাবি পরে অস্বীকার করে ভারত। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে।

এই আবহে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। আজ সেই নিষেধাজ্ঞারই আংশিক ইতি টানল ভারত।

Scroll to Top