কানাডায় একসঙ্গে তিন নাটক ও দুই বিজ্ঞাপনে সিনেমাটোগ্রাফার মিঠু মনির

কানাডায় একসঙ্গে তিন নাটক ও দুই বিজ্ঞাপনে সিনেমাটোগ্রাফার মিঠু মনির

কানাডায় একসঙ্গে তিন নাটক ও দুইটি বিজ্ঞাপন চিত্রের সিনেমাটোগ্রাফার হিসেবে ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্র ও ছোট পর্দার জনপ্রিয় চিত্রগ্রাহক মিঠু মনির।

কামাল হোসেন বাবরের রচনা ও পরিচালনায় নাটক ও বিজ্ঞাপনের শুটিং কানাডার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে ইতিমধ্যে শুরু হয়েছে।

নাটকগুলোর নাম বেগমপাড়া,পিছ-ইন সাইলেন্স ও গুডলাক-গ্র্যান্ডপা। বিজ্ঞাপন দুইটি যথাক্রমে
রিয়েল এষ্টেট ও গ্লোছারীসপের।

প্রত্যেকটি নাটকের গল্প অসাধারণ, বিশেষ করে বেগমপাড়া গল্পটি বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে নিজের দেশ থেকে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা কানাডায় পাচার করে বাড়ী গাড়ী করা সহ আরাম আয়েশি জিবন যাপনের বিষয়টি।

এতে অভিনয় করেছেন কামাল হোসেন বাবর,আরফান আহমেদ সহ কানাডার স্থানীয় বেশ কয়েকজন শিল্পী বৃন্দ।

জানতে চাইলে মিঠু মনির বলেন, বরাবরের মতই স্বপ্ন ছিল দেশের বাহিরে কাজ করার, আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা ও দোয়ায় আমার স্বপ্ন পূরণ হয়েছে। কানাডা,আমেরিকা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কাজ করেছি। এবার কানাডার চমৎকার লোকেশনে বেশ কয়েকটি কাজ করছি এবং খুব ভালো সময় কাটাচ্ছি।

তিনি আরো বলেন,আমি গুনী পরিচালক কামাল হোসেন বাবর ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা রাখার জন্য। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

Scroll to Top