কাঠবোঝাই ভ্যান উল্টে দাদা-নাতি নিহত

কাঠবোঝাই ভ্যান উল্টে দাদা-নাতি নিহত

শেরপুর সদর উপজেলায় চিরাই কাঠ বোঝাই ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে দাদা-নাতি নিহত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার হালগড়া গ্রামের মোফাজ্জল মিস্ত্রী (৬৫) ও নাতি হোসাইন মিয়া (১১)।

স্থানীয় সূত্র জানায়, চিরাই কাঠ বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যানে করে হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন দাদা-নাতি। দাদার ভ্যানগাড়িটি তখন চালাচ্ছিলেন নাতি হোসাইন মিয়া আর একপাশে বসে ছিলেন দাদা মোফাজ্জল মিস্ত্রী। পথিমধ্যে বেলতলী বাজার সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নাতি হোসাইন মিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মোফাজ্জল মিস্ত্রীকে উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাদা-নাতির মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে বিট পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে।

Scroll to Top