প্রত্যক্ষদর্শী শ্রমিক নুরুন নাহার বলেন, ‘হঠাৎ করে বাসটি উল্টে যায়। অন্তত ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে একটি শ্রমিকবাহী বাস উল্টে যায়। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।